পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
চীন সফরের দ্বিতীয় দিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টায় বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তবে বৈঠকের বিস্তারিত এখনো জানা যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানো নিয়ে আলোচনা হয়। অর্থনীতি, বাণিজ্যসহ নানা ইস্যুতে নিজ নিজ অবস্থান তুলে ধরেন তারা।
আলোচনায় গুরুত্ব পায় ঋণ সহায়তার ক্ষেত্রে ছাড়সহ স্বাস্থ্য ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা।
এর আগে সোমবার (২০ জানুয়ারি) প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন পররাষ্ট্র উপদেষ্টা। তিন দিনের সফর শেষে আগামী শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।