ছবি : আপন দেশ
রিক্রুটিং এজেন্সিকে টাকা পরিশোধ করার পরও কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারায় রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকশ মানুষ। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টার পর রাজধানীর কারওয়ান বাজার মোড়ে এফডিসি ও পান্থপথমুখী রাস্তাটি অবরোধ করেন তারা।
দীর্ঘদিন বন্ধের পর মালয়েশিয়ার শ্রমবাজারের পথ খুলে ২০২২ সালের আগস্টে। দেশটিতে গত বছরের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে পাঁচ লাখ কর্মী পাড়ি দেয়ার কথা ছিল। তবে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি প্রায় আঠারো হাজারের বেশী কর্মী। তাদের অনেকেই এদিন কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া কর্মীরা জানান, প্রায় ১৮ হাজার কর্মী কলিং ভিসায় মালয়েশিয়া যেতে পারেনি। তাদের সবাই প্রায় ৫ লাখ টাকা করে দিয়েছেন। ধারদেনা, ঋণ করে টাকা জমা দিয়েছেন তারা। কিন্তু বিদেশে না যেতে পেরে এখন কষ্টে জীবনযাপন করছেন।
আন্দোলনরত কর্মীরা বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে এসেছি। আমরা কোন রাজনৈতিক দলের না। আমরা সবাই ৪ থেকে ৬ লক্ষ টাকা দিয়ে ভিসা পেয়েও যেতে পারি নাই। আমাদের কষ্টের শেষ নেই। আমরা সুদে টাকা নিয়েছি।
এসময় তারা ৩ দফা দাবি জানান-২০২৪ এর ৩১ মে যারা যেতে পারেনি সবাইকে নিয়ে যেতে হবে; যাদের ভিসা হয়েছে, ম্যানপাওয়ার হয়নি তাদেরকে সমান অধিকার দিয়ে নিয়ে যেতে হবে; ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে আমাদের নিয়ে যেতে হবে।
আন্দোলনের নেতৃত্ব দেয়া মাইন উদ্দীন বলেন, আমাদের বিষয়টি সরকার যেন গুরুত্ব দিয়ে দেখেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।
তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন বলেন, কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কিছু কর্মী সকালে কারওয়ান বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলছে। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।