Apan Desh | আপন দেশ

দশম গ্রেডের দাবি নিয়ে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৩, ২৪ জানুয়ারি ২০২৫

দশম গ্রেডের দাবি নিয়ে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা

কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা

একের পর এক দাবিতে যেন নাস্তানাবুদ অবস্থা অন্তবর্তী সরকারের। এবার দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে জড়ো হন রাধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে।

সকাল সাড়ে ১১টা থেকে পবিত্র কোনআন তোলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয় সমাবেশ। সমাবেশে শিক্ষকদের ‘এক দফা, এক দাবি’, ‘শিক্ষকদের ১০ গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে’, ‘শিক্ষক সমাজ জেগেছে’, ‘তুমি কে আমি কে শিক্ষক শিক্ষক’, ‘ইউনূসের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’- এমন নানা স্লোগান দিতে দেখা যায়।

তারা বলছেন, প্রাথমিকের শিক্ষকদের বেতন কাঠামো ১৩তম গ্রেড থেকে উন্নীত করে ১০ গ্রেড করার দাবিতে তারা এ সমাবেশ করছেন। এর আগেও বিভিন্ন সময় স্মারকলিপি দেয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন বলে জানান।

সমাবেশে অংশ নেয়া এক শিক্ষক বলেন, আমরা লজ্জিত যে আমাদের এ আন্দোলনে নামতে হয়েছে। শিক্ষকরা কেন মাঠে নামবে, আমরা কেন মাঠে নামব, এটাতো আমাদের ন্যায্য অধিকার। আমরা যে টাকা বেতন পাই, বর্তমান সময়ে সে টাকা দিয়ে চলা অসম্ভব। ২০২১ সাল থেকে আমরা এ আন্দোলন শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেয়া না হবে, ততক্ষণ আন্দোলন চলবে।

মুন্সিগঞ্জ থেকে আসা সুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শারমিন রহমান বলেন, শিক্ষকের মান যদি উন্নয়ন না হয়, তাহলে কিভাবে শিক্ষার গুণগত মান ঠিক হবে। তিনি বলেন, শিক্ষকের বেতন কম, সম্মান কম, মাস শেষে পরিবার নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। শুধু দশম গ্রেড নয়, আমরা শতভাগ বিভাগীয় পদোন্নতিও চাই।

কুমিল্লা থেকে আসা টি সাহেববাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আরমান হাসিব বলেন, আমরা বিভিন্ন সময়ে দশম গ্রেডের দাবি জানিয়ে আসছি। আমাদের একটাই দাবি, আমরা রাষ্ট্রের তৃতীয় শ্রেণির কর্মচারী হয়ে থাকতে চাই না। অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ, যেন আমাদের দাবি দ্রুত সময়ে মেনে নেয়া হয়। শিক্ষকদের তৃতীয় শ্রেণিতে রেখে সুন্দর দেশ গড়া সম্ভব না বলেও জানান তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়