Apan Desh | আপন দেশ

ডিজির ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৮, ২৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১১:৩৯, ২৫ জানুয়ারি ২০২৫

ডিজির ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি

ছবি : আপন দেশ

আগামী ফেব্রুয়ারিতে ভারতের নয়াদিল্লিতে ‘সীমান্ত সম্মেলনে’ যোগ দেবেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে ‘গোপনীয়তা’ অবলম্বন করছে বাহিনীটি- এমন অভিযোগ তোলা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে। 

তবে বিজিবি বলছে, ভারত সফর নিয়ে বিজিবির পক্ষ থেকে কোনো গোপনীয়তা নেই। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট করা থেকে বিরত থাকার পাশাপাশি গুজবে কান না দিতে অনুরোধ করেছে সংস্থাটি। শুক্রবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ আহবান জানানো হয়।

বিজিবির ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, দেশের কিছু গণমাধ্যমে ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়’ শিরোনামে প্রকাশিত সংবাদটি বিজিবির নজরে এসেছে। সংবাদটি বিজিবির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে। 

এ পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২৭ ডিসেম্বর বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভারতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ‘সীমান্ত সম্মেলন’ অনুষ্ঠিত হবে বলে পোস্ট দেয়া হয়। এ ফেসবুক পোস্টের ওপর ভিত্তি করে দেশের গণমাধ্যমগুলোতে সংবাদও প্রকাশিত হয়েছে।

এ ছাড়া এ সম্মেলনের বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক প্রেস ব্রিফিংয়েও উল্লেখ করা হয়েছে। অধিকন্তু, বর্তমানে সীমান্তে জনগণের সঙ্গে একাত্ম হয়ে বিজিবি যে ভূমিকা পালন করছে, ঠিক সে সময়ে এ ধরনের নেতিবাচক পোস্টের কারণে সবার মনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে বিজিবি ছাড়াও দেশের অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়