Apan Desh | আপন দেশ

রেলওয়ে স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহবান মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩, ২৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ২২:৩৩, ২৭ জানুয়ারি ২০২৫

রেলওয়ে স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহবান মন্ত্রণালয়ের

ফাইল ছবি

কর্মবিরতি প্রত্যাহার করে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশ রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে রেলওয়ের রানিং স্টাফদের অন্যান্য দাবি আদায়ে মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক রয়েছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়।

সোমবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেলপথ মন্ত্রণালয় এ আহবান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফগণ (চলমান ট্রেনে দায়িত্ব পালনকারী) আগামীকাল মঙ্গলবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। ফলে সারাদেশে রেল চলাচলে অচলাবস্থা ও চরম যাত্রী ভোগান্তির আশংকা রয়েছে। তবে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় তাদের দাবি-দাওয়া ও চাহিদা পূরণে যথেষ্ট আন্তরিক ও সর্বোচ্চ সচেষ্ট। ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের দাবি-দাওয়াসমূহ অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে পত্র পাঠানোর পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনাও অব্যাহত আছে বলে জানানো হয়। রেলপথ মন্ত্রণালয়ের আন্তরিক প্রচেষ্টার ফলে ইতোমধ্যে তাদের রানিং এলাউন্স ৭৫ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করা হয়েছে। এছাড়া মাইলেজ এলাউন্স পাবার জন্য সর্বনিম্ন ৮ ঘন্টা ও ১০০ মাইল দূরত্বের শর্তও শিথিল করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদান অব্যাহত রেখে ট্রেন পরিচালনা করাই রেলওয়ের মূল কাজ। সে লক্ষ্যে আলাপ আলোচনার মাধ্যমে শ্রমিক কর্মচারীদের যে কোন সমস্যা ও দাবি-দাওয়ার বিষয় সমাধানে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। রানিং স্টাফদের দাবি-দাওয়া আদায়েও রেলপথ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সাথে কার্যকর যোগাযোগ রক্ষা করে চলেছে।

এমতাবস্থায়, যাত্রী সাধারণের ভোগান্তি বিবেচনা করে পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার এবং আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে রানিং স্টাফরা উদ্যোগ গ্রহণ করবেন বলে মন্ত্রণালয় বিশ্বাস করে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়