Apan Desh | আপন দেশ

কমলাপুর স্টেশন পরিদর্শনে যাচ্ছেন রেল উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৫, ২৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ১১:৫৪, ২৮ জানুয়ারি ২০২৫

কমলাপুর স্টেশন পরিদর্শনে যাচ্ছেন রেল উপদেষ্টা

ফাইল ছবি

বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। ফলে বন্ধ হয়ে গেছে সারাদেশের ট্রেন চলাচল। সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে কমলাপুর স্টেশন থেকে কোন ট্রেন যাত্রা করেনি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে টিকিটধারী যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাবার উদ্দেশে স্টেশনে এসে বিপাকে পড়েছেন।   

এমন পরিস্থিতিতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে যাচ্ছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সকালে রেলপথ মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা যাত্রীরা ফেরত পাবেন বলে জানিয়েছে রেলওয়ে। রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। 

ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমান বন্দর রেলওয়ে স্টেশন হতে চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং এসব স্থান থেকে ঢাকাতে এ সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়