
ছবি : আপন দেশ
বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। ফলে বন্ধ হয়ে গেছে সারা দেশের রেলপথ যোগাযোগ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের জিম্মি করে আন্দোলন (কর্মবিরতি) দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। রেলপথ উপদেষ্টা বলেন, দাবি পূরণে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে। দাবি থাকতে পারে কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক।
ফাওজুল কবির খান বলেন, এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। আলোচনা চলছে, সমাধান হবে।
এ সময় আবারও রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহবান জানান উপদেষ্টা।
পূর্ব ঘোষণা অনুযায়ী, বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। ফলে বন্ধ হয়ে গেছে সারা দেশের রেলপথ যোগাযোগ। সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত দেশের কোথাও কোন ট্রেন যাত্রা করেনি। ফলে টিকিটধারী যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাবার উদ্দেশে স্টেশনে এসে বিপাকে পড়েছেন।
যাত্রীদের দুর্ভোগ কমাতে রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ রুটসমূহে বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে। মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে ২৮ জানুয়ারি হতে সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।
জরুরি বার্তায় আরও বলা হয়, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীগণ তাদের ক্রয়কৃত রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং এসব স্থান থেকে ঢাকাতে এ সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।