Apan Desh | আপন দেশ

রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে ৭ গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৩, ২৮ জানুয়ারি ২০২৫

রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে ৭ গ্রেনেড উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় লাউতালা বস্তিতে গ্রেনেড আছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে বিভিন্ন প্রকারের সাতটি গ্রেনেড উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত এ অভিযান চলে বস্তিতে। অভিযানটি পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। উদ্ধার হওয়া গ্রেনেডের মধ্যে রয়েছে— ১টি হ্যান্ড গ্রেনেড, ৩টি সাউন্ড গ্রেনেড ও ৩টি স্মোক গ্রেনেড।

উদ্ধার অভিযান সময়ে কাউকে আটক করা যায়নি। মোহাম্মদপুর থানা পুলিশ সিজার লিস্ট প্রস্তুতপূর্বক গ্রেনেডগুলো থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। ধারণা করা হচ্ছে গ্রেনেডগুলো ৫ আগস্ট থানা থেকে লুট করা।

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানা থেকে লুট হওয়া বিভিন্ন ধরনের গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়