Apan Desh | আপন দেশ

সাত কলেজ ইস্যুতে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪০, ২৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ২০:৪০, ২৮ জানুয়ারি ২০২৫

সাত কলেজ ইস্যুতে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

ফাইল ছবি।

রাজধানীর সাত কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফয়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

সাত কলেজের বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে গত রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে দেখা করতে গেলে তার বিরুদ্ধে ‘খারাপ আচরণের’ অভিযোগ উঠে।

এর জের ধরে ওই দিন সন্ধ্যায় রাজধানীর সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

পরে রাতে ১১টার দিকে উপ-উপাচার্যর বাসভবন ঘেরাও করার জন্য মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয় শিক্ষার্থীরা।

এতে নীলক্ষেত মোড়ে ঢাবির শিক্ষার্থীদের সঙ্গে বাধার সম্মুখীন হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সংঘর্ষ হয়।

সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি প্রশাসনের বৈঠকে ঢাবি অধিভুক্ত বাতিল করার সিদ্ধান্ত হয়।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়