Apan Desh | আপন দেশ

‘জুলাই বিপ্লবে’ আহত আরও ৬ জনকে থাইল্যান্ড পাঠানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ২৯ জানুয়ারি ২০২৫

‘জুলাই বিপ্লবে’ আহত আরও ৬ জনকে থাইল্যান্ড পাঠানো হয়েছে

ছবি: সংগৃহীত

‘জুলাই বিপ্লবে’ আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে তাদের পাঠানো হয়।

এ ৬ জনের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজন ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  

সিএমএইচ থেকে যে তিনজনকে পাঠানো হয়েছে তারা হলেন- মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ঢালী (১৭) ও তাহসিন হোসেন (১৩) এবং রাজিব (৩৬)। মিজানুর রহমান ও হাফিজুর রহমান হাবিব ভর্তি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এর আগে উন্নত চিকিৎসার জন্য মোট ২২ জনকে বিদেশে পাঠানো হয়। এনিয়ে অভ্যুত্থানে আহত ২৮ জনকে বিদেশে পাঠানো হলো।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়