
টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমা ময়দান
টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে। ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন লাখো মুসল্লি। ইবাদত-বন্দেগির মাঝেই ইয়াকুব আলী (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে তার মৃত্যু হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইসকান্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়াকুব হবিগঞ্জ জেলার মৃত নয়াবুল্লার ছেলে। এ নিয়ে তিন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।
ওসি হাবিব ইসকান্দার জানান, রাতে ইয়াকুব আলী ইজতেমা ময়দানে বুকে ব্যথা অনুভব করলে সাথিরা অ্যাম্বুলেন্সযোগে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইজতেমা ময়দানে নিহত মুসল্লির খিত্তা নং-৪৮।
এর আগে শুক্রবার দুপুরের দিকে শেরপুর ৪৬ নং খিত্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ছাবেদ আলী নামে এক মুসল্লি। এদিন সকাল সাড়ে দশটার দিকে খুলনা জেলার আব্দুল কুদ্দুস গাজী নামে আরেক মুসল্লী মৃত্যুবরণ করেন। এ নিয়ে বিশ্ব ইজতেমায় শনিবার সকায় পর্যন্ত তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।