
ছবি: আপন দেশ
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে যেতে বাধা পেয়ে রাজধানীর শাহবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা।
রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে বিক্ষোকারী আহত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন। সন্ধ্যা পৌনে ৮টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান তারা। সেখানে পুলিশের ব্যারিকেড দেখে ক্ষোভ প্রকাশের পাশাপাশি ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন আহত অন্দোলনকারীরা।
এ সময় আন্দোলনকারীদের একজন আমিনুল ইসলাম ইমন সাংবাদিকদের জানান, শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত থেকে তারা সড়কে অবস্থান করছে। কিন্তু সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তি তাদের সঙ্গে দেখা করা তো দূরের কথা, ন্যূনতম সহানুভূতিও দেখাননি। অথচ জুলাই আন্দোলনে হতাহতদের রক্তের ওপর দাঁড়িয়ে এ সরকার ক্ষমতায় এসেছে।
এর আগে শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে আগারগাঁও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (নিটোর বা পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আহতরা।
সেখান থেকে রোববার (০২ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্যামলী মিরপুর রোড অবরোধ করে স্বীকৃতি ও পুনর্বাসনের দাবি জানান তারা।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।