
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
থানায় না গিয়ে ভুক্তভোগীরা যেন অনলাইনে মামলা দায়ের করতে পারেন। এবার সে ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
বর্তমানে একটি এফআইআর (প্রাথমিক তথ্য প্রতিবেদন) দায়ের করতে হলে সরাসরি থানায় যেতে হয়। যা অনেকের জন্য কষ্টকর ও সময়সাপেক্ষ। একই সঙ্গে এ ব্যবস্থার কিছু অপব্যবহারের সুযোগও থেকে যায়।
এ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, পুলিশের একটি ডেডিকেটেড হটলাইন নম্বর থাকা উচিত। যেমন, ৯৯৯-এর মতো। যেখানে দেশের যেকোনো প্রান্ত থেকে অভিযোগকারীরা অনলাইনে এফআইআর দায়ের করতে পারবেন। এতে মামলা করার প্রক্রিয়ায় মানুষের ভোগান্তি কমবে।
প্রধান উপদেষ্টা পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে দ্রুত অনলাইন এফআইআর ফাইলিংয়ের জন্য একটি নতুন হটলাইন নম্বর চালু করার নির্দেশ দেন। পাশাপাশি, অনলাইনে মামলা দায়ের সম্পর্কিত যেকোনো প্রশ্নের উত্তর দেয়ার জন্য একটি ডেডিকেটেড কল সেন্টার স্থাপনেরও নির্দেশনা দেন।
তিনি জানান, যারা অনলাইনে মামলা করতে অসুবিধায় পড়বেন, তারা সহজেই কল সেন্টার থেকে সহায়তা নিতে পারবেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।