
তিতুমীর শিক্ষার্থীদের রেললাইন অবরোধ।
মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকা পড়েছে। এমন অবস্থায় শিক্ষার্থীদের চারপাশ থেকে ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে রেল লাইনের উপর বসে আছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের চারপাশ ঘিরে পুলিশ, ডিবি, বিজিবি ও এবিবিএন সদস্যরা অবস্থান নিয়েছেন। পেছনে রাখা হয়েছে জল কামানও।
আরও পড়ুন>>>সড়ক অবরোধ করেছেন তিতুমীরের শিক্ষার্থীরা, সতর্ক বিজিবি
মিছিলটি রেলক্রসিং এলাকায় পৌঁছায় বিকেল পৌনে ৪টার দিকে। মিছিলকারীদের সঙ্গে থাকা অনশনকারী শিক্ষার্থীরা প্রথমে রেললাইনে শুয়ে পড়েন। পরে আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করেন। এ সময় কমলাপুরের দিক থেকে একটি ট্রেন আসতে দেখলে শিক্ষার্থীরা ট্রেনটি লাল নিশানা দেখিয়ে থামান।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।