শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. ইলিয়াসুর রহমান (বাঁয়ে) ও গোলাম সারোয়ার। ইনসেটে বিসিএস কর্মকর্তা মুকিব মিয়া
আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে বিসিএস কর্মকর্তা মুকিব মিয়া। তাকে আশ্রয় দেয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুই ডেপুটি রেজিস্ট্রারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের অনুমোদনে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়।
ওই দুই ডেপুটি রেজিস্ট্রার হলেন মো. ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত মো. ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ারকে চাকরির শৃঙ্খলা পরিপন্থী আচরণে বিধিমালা, ২০১৮-এর ২(খ) উপবিধিতে বর্ণিত ‘অসদাচরণ’র দায়ে ওই বিধিমালার ১২ (১) উপবিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
ওই দুই ডেপুটি রেজিস্ট্রার সাময়িকভাবে বরখাস্তকালীন রেজিস্ট্রার কার্যালয়ে সংযুক্ত থাকবেন। প্রচলিত বিধি মোতাবেক ‘খোরাকী ভাতা’ পাবেন।
উল্লেখ্যে, সম্প্রতি আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব মিয়াকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোয়েল ভবনের মো. ইলিয়াসুর রহমানের বাসা থেকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।