সংগৃহীত ছবি
আগামী ৮ ফেব্রুয়ারি ছয়টি সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আসিফ নজরুল বলেন, ওইদিন থেকেই জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনাও শুরু হতে পারে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ও উপ-প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
আসিফ নজরুল জানান, আজ ছয়টি সংস্কার কমিশনের প্রধানরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে ৮ ফেব্রুয়ারি প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। সে সঙ্গে কমিশনগুলোর ভবিষ্যৎ করণীয়, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা পর্যালোচনা করা হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে এসব প্রতিবেদন পাঠানো হবে। এরপর তাদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে। যা ফেব্রুয়ারির মাঝামাঝি হতে পারে। বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করবেন।
সংবিধান বাতিল বা পুনর্লেখন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। ৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনের কাজ শেষ হবে। এরপর জাতীয় ঐকমত্য কমিশন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।