Apan Desh | আপন দেশ

উত্তাল ধানমন্ডি, ভাঙছে ৩২ নম্বর বাড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:০৫, ৫ ফেব্রুয়ারি ২০২৫

উত্তাল ধানমন্ডি, ভাঙছে ৩২ নম্বর বাড়ি

ছবি: আপন দেশ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর চালিয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে বিক্ষোভকারীরা বাড়ির সামনে জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ে।

এসময় বিক্ষোভকারীরা গ্রিল, জানালা ও কাচ ভাঙচুর করে। বঙ্গবন্ধুর মুর‌্যালটি ও খুঁচিয়ে খুঁচিয়ে ভেঙে ফেলে বিক্ষুব্ধরা। এর আগে ইনকিলাব মঞ্চ ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি গুড়িয়ে দেয়ার ডাক দেয়। 

এদিকে আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসজুড়ে লিফলেট বিতরণ, বিক্ষোভ ও হরতালের ঘোষণা দেয়। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অধিবেশনে শেখ হাসিনা বক্তব্য দেবেন। রাত ৯টায় ভারতে পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারের কথা ছিল।

আরও পড়ুন<<>> শেখ হাসিনা রাজনৈতিক কার্যক্রম চালালে ভারতের দায় নিতে হবে: নাহিদ ইসলাম

এ ঘোষণার পরই দেশজুড়ে ছাত্র-জনতা ফুঁসে ওঠে। তারা পাল্টা হুঁশিয়ারি দেয়। শেখ হাসিনার বিচারসহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানায় তারা। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলও করে।

আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা ‘শেখ হাসিনাতেই আস্থা’ লিখিত লিফলেট বিতরণ শুরু করে। এ অভিযোগে কিছু সরকারি চাকরিজীবীকেও বরখাস্ত করা হয়।

শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ভারতের উদ্দেশে বলেছেন, ভারতে বসে পলাতক ও খুনি হাসিনা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তার দায় ভারতকেই নিতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বহু মামলা হয়েছে। এসব মামলার তদন্ত চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত বিচারের আওতায় আনতে চাইছে বলে জানা গেছে।

আপন দেশ/এবি   

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়