![ভাঙচুরের পর ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে আগুন ভাঙচুরের পর ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে আগুন](https://www.dailyapandesh.com/media/imgAll/2021September/agun-2-2502051604.jpg)
ছবি: আপন দেশ
রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর এ ঘটনা ঘটে। একই সঙ্গে বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্রজনতা।
এ সময় উপস্থিত ছাত্র-জনতাকে ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
আরও পড়ুন>>>উত্তাল ধানমন্ডি, ভাঙছে ৩২ নম্বর বাড়ি
পুরো বিল্ডিংটির অবকাঠামোই ভেঙে ফেলা হচ্ছে। যদিও গত ৫ আগস্ট এক দফা ৩২ নম্বরের এ বাড়িতে আগুন দেয়া হয়েছিল।
সন্ধ্যার আগে থেকেই ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশে জড়ো হতে থাকে। পরে রাত ৮টার দিকে তাদের ঢল নামে। এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে সড়কের গেট ভেঙে প্রবেশ করে। পরে সেখানে থাকা তিনতলা বাড়িটির দরজা ভেঙে ছাত্র-জনতা ভেতরে প্রবেশ করে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।