
ছবি : আপন দেশ
শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ চত্বরে সড়ক অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তারা এ অবরোধ করেন। তাদের অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সরেজমিন দেখা যায়, আন্দোলনকারীরা শহীদদের ছবি এবং ন্যায়বিচারের আহবান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নিয়েছেন। এ সময় তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত সব হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের পাশাপাশি শহীদ পরিবারের ন্যায্য দাবি আদায়ে সড়কে অবস্থান নিয়েছেন তারা।
এদিন নিহত স্বজনদের ছবিসহ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নানা লেখা সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়কে অবস্থান নিতে দেখা যায় শহীদ পরিবারের সদস্যদের। এতে সায়েন্সল্যাব থেকে শাহবাগ হয়ে মৎস্য ভবন এবং কাকরাইল থেকে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী উভয় লেনেই যান চলাচল বন্ধ রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।