Apan Desh | আপন দেশ

শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যা পারছে, নিয়ে যাচ্ছে মানুষ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৫

শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যা পারছে, নিয়ে যাচ্ছে মানুষ

সংগৃহীত ছবি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙা শুরু হয়েছে বুধবার রাতে। এরপর থেকেই বিভিন্ন মানুষ সেখান থেকে যা পারছে নিয়ে যাচ্ছে। কেউ লোহা-রড, কেউ টিন, কেউ আবার শেখ মুজিব ও তার পরিবার নিয়ে লেখা বই নিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত থেকেই মানুষজন লোহা-রড, টিন, কাঠসহ বিভিন্ন নির্মাণসামগ্রী সংগ্রহ করতে শুরু করে। কেউ কেউ আবার ভবনের ভেতরে পড়ে থাকা বই ও অন্যান্য জিনিসপত্রও নিয়ে যাচ্ছে। এসবের মধ্যে শেখ মুজিব ও তার পরিবারের ওপর লেখা বইও রয়েছে। পথশিশু থেকে শুরু করে সাধারণ মানুষ—অনেকে এসব সংগ্রহ করতে দেখা গেছে। সকাল হওয়ার পর এ ভাঙা বাড়ি থেকে জিনিস নেয়ার প্রবণতা আরও বেড়েছে।

বুধবার রাতে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করে। একপর্যায়ে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং আগুন দেয়া হয়। এতে ভবনের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়। 

বিক্ষোভ ও অগ্নিসংযোগের পর গভীর রাতে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। ক্রেন, বুলডোজার এবং এক্সাভেটর ব্যবহার করে ধ্বংসস্তূপ তৈরি করা হয়। এরপর থেকেই মানুষ সেখানে গিয়ে যা পায়, তা নিয়ে যেতে থাকে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়