Apan Desh | আপন দেশ

হাসিনার বক্তব্য ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:১০, ৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:১১, ৬ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনার বক্তব্য ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেক।

ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে বাংলাদেশ। ভারত সরকারের কাছে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বন্ধের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। 

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশনের কাছে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে বসে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। এটি বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে। দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। তাই ভারত সরকারকে দ্রুত যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শেখ হাসিনা ভারতে অবস্থান করে যেসব বিবৃতি দিচ্ছেন, তা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। তিনি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা প্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়