
ছবি: আপন দেশ
লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ইউনিভার্সেল মেডিকেল কলেজ দেখতে তাকে উপদেষ্টা।
উপদেষ্টা ফরিদা আখতার অসুস্থ শিল্পীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। তার চিকিৎসা নিয়ে বিস্তারিত খোঁজ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী ও বেসরকারি সংস্থা উবিনীগের পরিচালক সীমা দাস সীমু।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট, জ্বর ও প্রস্রাব কমে যাওয়ার সমস্যার কারণে ফরিদা পারভীনকে দ্রুত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুরুর দিকে তাকে ৬০ লিটার অক্সিজেন দিতে হচ্ছিল। তবে ধীরে ধীরে অবস্থার উন্নতি ঘটায় এখন মাত্র ২ লিটার অক্সিজেনের প্রয়োজন হচ্ছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।