Apan Desh | আপন দেশ

অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেবে সরকার: আসিফ মাহমুদ

 নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩০, ৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৩৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫

অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেবে সরকার: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পুলিশের লুট হওয়া অস্ত্রসহ সব অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার। 

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর মিন্টো রোডে অবস্থান নিয়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সময় গত ১৬ বছরে যাদের রাজনৈতিকভাবে অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছিল তাদের অনেকেই অস্ত্র জমা দেননি। তবে লাইসেন্সকৃত অধিকাংশ অস্ত্রই জব্দ করেছে পুলিশ। 

তবে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা হচ্ছে বলেও জানান আসিফ মাহমুদ।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকার জানতে পেরেছে পতিত ফ্যাসিবাদী শক্তি আরও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র দেশে ঢোকানো এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর যে অভিযান হয়েছিল, সেটা ইফেক্টিভাবে যাতে আবার পরিচালনা করা যায়। জনগণের জন্য হুমকি যেসব অস্ত্র এখনও বাইরে আছে, সেগুলো উদ্ধারের জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দ্রুত নির্দেশনা দিবো।

কোনো ফ্যাসিবাদী শক্তি জনগণের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠলে তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলেও আশ্বস্ত করে তিনি আন্দোলনকারীদের ফিরে যাওয়ার অনুরোধ করেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়