
ছবি সংগৃহীত
গাজীপুরের রাজবাড়ী মাঠে জমায়েত হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্ররা। দুপুরে তারা বিক্ষোভ করকরবে। পরে তারা শুক্রবারের (০৭ ফেব্রুয়ারি) ঘটনায় থানায় মামলা করবে। এ তথ্য জানিয়েছেন স্থানীয় সমন্বয়করা। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি...। ’
৫ ফেব্রারুয়ারি জধানীর ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাংচুরের পর ছাত্র-জনতার এ বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে মানুষ। বৈষম্য বিরোধীদের ওপর হামলার ঘটনায় আগুনে ঘি ঢালার মতো হয়েছে। এরইমধ্যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের অডিও ভাইরাল। সেখানে পাল্টা আক্রমনের ইঙ্গিত রয়েছে। ফলে দুপুরে গাজীপুরে কী ঘটতে যাচ্ছে সেদিকে তাকিয়ে আইনশৃঙ্খলাবাহিনীসহ দেশবাসী।
কী ঘটেছিল মন্ত্রীর বাড়িতে?
বিদ্যমান পরিস্থিতিতে আর কোনো বাড়িতে যেন হামলার ঘটনা না ঘটে সেজন্য বৈষম্যবিরোধী ছাত্ররা বিভিন্ন এলাকায় লোকজনকে সচেতন করে আসছেন। এরই অংশ হিসেবে গাজীপুরের ধীরাশ্রম এলাকায়ও তারা সচেতনতা তৈরি করেন। অনেককে মোবাইল নম্বরও দেন। এর মধ্যে খবর পান একদল লোক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ঢুকে লুটপাট করছে। তখন তাদের থামাতে বৈষম্যবিরোধীদের একদল প্রতিনিধি ওই বাড়িতে আসে। একটি অংশ আগে বাড়িটিতে গিয়ে তাদের থামাতে যায়। এ সময় মসজিদের মাইকে ডাকাত বলে মাইকিং করা হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা রামদা, ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদের ওপর ‘ধর ধর’ বলে হামলা চালায়। হামলায় ছাত্রদের মধ্যে কমপক্ষে ১৫ জন আহত হয। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন<<>> শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এ সুযোগে বহিরাগতরা মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই প্রতিনিধি অভিযোগ করেন, ঘটনার আড়াই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসেছে। তারা যথাযথ ভূমিকা রাখতে পারেনি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এদিকে গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-উত্তর) রবিউল ইসলাম বলেন, গত কয়েকদিনে দেশজুড়ে চলমান ঘটনার রেশ ধরে সেখানে ঘটনাটি ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সাবেক মন্ত্রীর বাড়িতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা তাদের ওপর হামলা করেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ১৪ জন আহত হয়েছেন। তারা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।