
ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের এক ডিআইজি ও তিন পুলিশ সুপারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাতে দেশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকায় মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে।
পুলিশ সদরদফতর সূত্র জানায়, রাত ১২টার পর নীলফামারীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে। এরপর দুপুরে তাকে ঢাকায় ডিবি কার্যালয়ে পাঠানো হয়।
এছাড়া রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমিতে সংযুক্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামকেও আটক করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের সহায়তায় তাকে আটক করে ঢাকায় পাঠানো হয়।
রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকেও রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করেছে।
পুলিশ সূত্র আরও জানায়, আটক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম একসময় গাজীপুর মেট্রোপলিটনের কমিশনার ও ঢাকার গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
২৭তম ব্যাচের পুলিশ সুপার আবুল হাসনাত বাগেরহাটের পুলিশ সুপার থাকাকালীন ২০২৪ সালের নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজনৈতিক বক্তব্য দিয়ে সমালোচিত হন।
এসপি আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে দায়িত্ব পালন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কঠোর অবস্থান নেন। সিটিটিসিতে কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে 'জঙ্গি নাটক' সাজানোর অভিযোগ ওঠে।
এসপি আসাদুজ্জামান ২৫তম ব্যাচের কর্মকর্তা। নোয়াখালীতে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে নির্বাচন ও আন্দোলন দমনে শক্তি প্রয়োগের অভিযোগ রয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, জুলাই অভ্যুত্থানের পর তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা করা হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।