Apan Desh | আপন দেশ

সায়েন্সল্যাবে সিটি-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:১৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:০৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫

সায়েন্সল্যাবে সিটি-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ছবি: আপন দেশ

রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছেন। 

রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর এ সংঘর্ষ শুরু হয়। যা এখনো থেমে থেমে চলছে। পূর্বশত্রুতার জেরে এ সংঘর্ষ বাধেঁ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন। পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠি দিয়ে আঘাত করে ঢাকা সিটি কলেজের নামফলক খুলে ফেলেন। এ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা নিক্ষেপ করে ও সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয় আতঙ্ক। 

আরও পড়ুন<<>>সচিবালয় অভিমুখে ম্যাটস শিক্ষার্থীদের লং মার্চ

তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল। ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। 

তবে এখনো দুই পক্ষকে ধাওয়া পাল্টা-ধাওয়া থেকে নিবৃত করা যায়নি। এছাড়া ঠিক কোন ঘটনার জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য কোনো পক্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে পাওয়া যায়নি।

ধাওয়া পাল্টা-ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখা গেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়