Apan Desh | আপন দেশ

ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:০৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: আপন দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল অর্থ শয়তান। যারা শয়তান তারাই ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরেও কেউ জড়িত থাকলে ছাড় নেই। প্রথম দিনই পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে। বড়-ছোট নির্বিশেষে সব অপরাধীর বিরুদ্ধেই অভিযান চলবে। যতদিন দেশ ‘ডেভিল মুক্ত’ না হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজানের মধ্যে আপনাদের দুইটি জিনিস খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু বিভিন্ন ধর্মের লোকজন আছে। অন্যান্য ধর্মের উৎসবের সময় জিনিসপত্রের দাম তারা কমিয়ে দেন। কিন্তু আমাদের সময় দেখবেন রমজানের সময় হলে দাম বেড়ে যায়। দাম বাড়ানোটাকে তারা কি সোয়াব হিসেবে নেয় কি না জানি না। কিন্তু দাম বাড়ানোর সোয়াবের ভেতরে পড়ে না। এ যে তারা দাম বাড়াচ্ছে শুধু জনগণের কাছে নয়, ওপরওয়ালার কাছেও তারা দায়ী হবে।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এজন্য আপনারা প্রচার করবেন রমজানের সময় যেন জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে। আপনারা কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করতে পারেন। কোথাও কোনো সমস্যা হলে আপনারা যদি আগে আগে জানিয়ে দেন তাহলে আমাদের এখানে যারা সরকারি কর্মকর্তারা আছেন তারা একটা ব্যবস্থা নিতে পারবেন। আমি আশা করছি এবার জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে। যেহেতু আমাদের ইমপোর্ট খুবই ভালো। ডাল, খেজুর, ছোলার সরবরাহ খুব ভালো। তেলেরও কোনো সমস্যা হবে না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়