Apan Desh | আপন দেশ

সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:২১, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার

দীপঙ্কর তালুকদার।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

দীপঙ্কর তালুকদার ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি রাঙ্গামাটি আসনের পাঁচবারের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনি রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

আরও পড়ুন>>>এক বছর পর উন্মুক্ত হচ্ছে ‘দেবতাকুম’

তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়