Apan Desh | আপন দেশ

৭টি ইউনিটের চেষ্টায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০৯:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২৫

৭টি ইউনিটের চেষ্টায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

ছবি : আপন দেশ

রাজধানীর শ্যামপুরে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নি নির্বাপণ কাজ এখনও চলমান রয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
 
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ২ ঘন্টার কিছু বেশি সময়ের চেষ্টায় সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ৭ টি ইউনিট। নির্বাপণ কাজ এখনও চলমান রয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে কারখানার সব কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।
 
এর আগে মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর শ্যামপুরের ১১ নং লাল মসজিদ রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৫টা ৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
 
পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে জানিয়ে মো. আনোয়ারুল ইসলাম আরও বলেন, কারখানাটিতে প্লাস্টিক ও স্যান্ডেল রয়েছে। এটি মূলত পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানা।

শ্যামপুরের ১১ নং লাল মসজিদ রোডের এ কারখানায় প্লাস্টিক ও রাবার ছিলো। সেখানে পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং করা হতো বলে জানা গেছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়