Apan Desh | আপন দেশ

কুয়াশাচ্ছন্ন রাজধানীতে ঝরছে শিশির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫

কুয়াশাচ্ছন্ন রাজধানীতে ঝরছে শিশির বৃষ্টি

ছবি : আপন দেশ

শেষ প্রান্তে চলে এসেছে মাঘ মাস। দিন দুই বাদেই বিদায় নিবে শীতকাল। বিদায়ে আগে বেশ দাপট দেখাচ্ছে শীত। গত দুই দিন ধরেই ভোর থেকে শীতের তীব্রতা দেখা যাচ্ছে রাজধানী ঢাকায়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পুরো ঢাকা। বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশায় ভিজে গেছে রাস্তাঘাট। আর যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সকাল সাড়ে ৮টায়ও সূর্যের দেখা পাওয়া যায়নি।

বৃষ্টির মত কুয়াশা আর কনকনে ঠান্ডায় ভোগান্তিতে পড়ছেন অফিসগামী মানুষ। সবচেয়ে বেশি নাজুক অবস্থায় খেটেখাওয়া আর ছিন্নমূল মানুষ। 

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সে সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া আগামী পাঁচদিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়