Apan Desh | আপন দেশ

সাবেক এমপি নিখিলের সহযোগী রিংকু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক এমপি নিখিলের সহযোগী রিংকু গ্রেফতার

ছবি: আপন দেশ

ঢাকা-১৪ আসনের সাবেক এমপি ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের সহযোগী রিপন আহম্মেদ রিংকুকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার  (১০ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকায় অভিযান চালিয়ে রিংকুকে গ্রেফতার করা হয়।

রিংকু সাবেক এমপি মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী এবং মিরপুর এলাকার কিশোর গ্যাংয়ের অন্যতম নিয়ন্ত্রণকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী।

তালেবুর রহমান বলেন, মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালন করেছিল গ্রেফতার রিপন আহম্মেদ রিংকু।

মিরপুর এলাকায় ছাত্র আন্দোলন দমনে ও হত্যাকাণ্ডের সঙ্গে তার প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে সচিত্র ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়