
নির্যাতনকেন্দ্র পরিদর্শনে মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।
গত জুলাই মাসে সাদাপোশাকধারীদের হাতে তুলে নেয়া হয় মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। তুলে নেয়ার পর তাদের টর্চার সেলে (নির্যাতনকেন্দ্র) রাখা হয়।
বুধবার (১২ জানুয়ারি) তাদের নির্যাতনকেন্দ্র পরিদর্শন করে বন্দিশালার কক্ষ শনাক্ত করেছেন।
রাজধানীর তিনটি ‘আয়নাঘর’ নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সে নির্যাতনকেন্দ্রের কক্ষগুলোর মধ্যে তাদের বন্দিশালাগুলো শনাক্ত করেন।
আরও পড়ুন>>>লন্ডনে কেমন আছেন খালেদা জিয়া?
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব শুচিস্মিতা তিথি ফেসবুক পোস্টে জানান, ডিজিএফআইয়ের ওই নির্যাতনকক্ষে রাখা হয়েছিল নাহিদ ইসলামকে। তিনি কক্ষের কাঠামো ও একটি বেসিনের মতো শৌচাগার শনাক্ত করেন। ৫ আগস্টের পর বন্দিশালার দেয়াল ভেঙে নতুন রঙ করা হয়।
অন্য এক কক্ষে বন্দি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিদর্শনের সময় তিনি কক্ষের খোপে থাকা পুরনো এগজস্ট ফ্যানের স্থানের মাধ্যমে সেটি চিনতে পারেন।
পরিদর্শনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।