Apan Desh | আপন দেশ

ভালোবাসা দিবসে যা করতে নিষেধ করলেন উপদেষ্টা ফরিদা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ভালোবাসা দিবসে যা করতে নিষেধ করলেন উপদেষ্টা ফরিদা

ফরিদা আখতার

এ বছর ভ্যালেন্টাইন দিবসে ‘তামাশা’না করার আহবান জনিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রাখতেই তার এ আহবান। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ বিষয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।

ওই পোস্টে তিনি লেখেন, জুলাই-আগস্টে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়।

তার পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদিকে, ভালোবাসা দিবসের বাকি মাত্র ৩ দিন। দিবসটি ঘিরে সামাজিক মাধ্যমে বিভিন্ন রকম পোস্ট দিচ্ছেন অনেকে। এর মধ্যেই ভালোবাসা দিবস প্রসঙ্গে মন্তব্য করলেন উপদেষ্টা ফরিদা আখতার।

বুদ্ধিজীবী ফরহাদ মাজহারকে ভালোবেসে বিয়ে করেছেন উপদেষ্টা ফরিদা আখতার। 

আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। সারাবিশ্বের মতো বাংলাদেশেও নানাভাবে উদযাপিত হয় দিবসটি।

এদিনে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে বিভিন্ন ধরণের উপহার দিয়ে থাকে। তারা বিভিন্ন আড্ডায় মেতে ওঠেন। অনেকে প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে বের হন। এছাড়া প্রেমিক যুগলা একান্তে নিজেদের মতো সময় কাটায়। তবে ভালোবাসা দিবস উপলক্ষে অনেকে অপত্তিকর কর্মকান্ডেও লিপ্ত হয় বলেও অনেক অভিযোগ পাওয়া যায়।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়