Apan Desh | আপন দেশ

আ.লীগের হামলায় আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আ.লীগের হামলায় আহত যুবকের মৃত্যু

নিহত আবুল কাশেম। ইনসেটে আ ক ম মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় হামলায় আহত আবুল কাশেম (২০) মারা গেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা চালায় একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তখন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালালে অন্তত ১৬ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুর সিভিল সার্জন মাহমুদা আখতার জানান, আহত ১৫-১৬ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। যাদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ওই রাত ১০টার দিকে মোজাম্মেল হকের বাড়ি থেকে চিৎকার শোনা যায়। এরপর আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষুব্ধদের ওপর হামলা চালান। হামলায় অনেকে রক্তাক্ত হন। বেশ কয়েকজনকে মারধর করে বাড়ির ভেতরে ফেলে রাখা হয়।

আরও পড়ুন>>>জুলাই আন্দোলনে ১৩ শতাংশ শিশু নিহত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলায় আহতদের কেউ কেউ বাড়ির ভেতরেই পড়ে ছিলেন। অনেককে আটক করে পেটানো হয়।

গাজীপুর সদর থানার ওসি আরিফুর রহমান বলেন, সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে ১৬ জন আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

ঘটনার পর জয়দেবপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়