Apan Desh | আপন দেশ

আহত যুবকের মৃত্যুতে আ.লীগের নিষিদ্ধ চাইলেন হাসনাত

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:০৮, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:২৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আহত যুবকের মৃত্যুতে আ.লীগের নিষিদ্ধ চাইলেন হাসনাত

আবুল কাশেম ও হাসনাত আবদুল্লাহ।

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধরে আহত আবুল কাশেম মারা গেছেন। এ ঘটনায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কাশেমের মৃত্যুর পর ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে হাসনাত। 

হাসনাত আবদুল্লাহ বলেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এ ভাই। ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।

আজ বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কাশেম মারা যান।

আরও পড়ুন>>>আ.লীগের হামলায় আহত যুবকের মৃত্যু

গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা চালায় একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তখন আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালালে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ জনকে রাতে ঢাকা মেডিকেলে আনা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়