
ছবি সংগৃহীত
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সারাদেশে কফিন মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলায় আহত আবুল কাশেম মারা যাওয়ার পর এ ঘোষনা দেন তারা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আরো পড়ুন<<>>আ.লীগের হামলায় আহত যুবকের মৃত্যু
সংগঠনটির ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হবে। তারপর সেখান থেকেই কফিন মিছিল হবে।
একইসঙ্গে নিজেদের নির্ধারিত সময়ে সারাদেশে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল’ করারও আহবান জানানো হয়।
আরও পড়ুন<<>> আহত যুবকের মৃত্যুতে আ.লীগের নিষিদ্ধ চাইলেন হাসনাত
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাতে গাজীপুর নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হন আবুল কাশেম। এরপর বুধবার বিকেল ৩টার দিকে ঢামেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।