Apan Desh | আপন দেশ

ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা আছে: ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:০২, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২৩:০৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা আছে: ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস

আগামী ডিসেম্বর মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভবনা আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

তিনি আরও বলেন, সবার ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ প্রস্তুত করবো। সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন করার পর নির্বাচনের দিকে যাবো। সেটা হতে পারে এ বছরের ডিসেম্বরে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ব্রিটিশ গণমাধ্যম সিএনএন’র সাংবাদিক বেকি এন্ডারসনের সঙ্গে এক প্লেনারি সেশনে আলাপকালে এসব কথা বলেন ড. ইউনূস। 

এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অগ্রাধিকার হচ্ছে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশ, সমাজ ও প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন। কেনান বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এগুলো পুরোপুরি ভেঙে পড়েছে।

ড. ইউনূস বলেন, আমরা ১৫টি ভিন্ন সংস্কার কমিশন গঠন করেছি। ইতোমধ্যে কমিশনগুলো তাদের সুপারিশ দিয়েছে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সুপারিশগুলো নিয়ে আলোচনা করবো। আমার কাজ যখন শেষ হয়ে যাবে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। আমি যে কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করি সেই কাজেই ফিরে যাবো।’

সবকিছু ভেঙে তছনছ হয়ে গেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, সবকিছু আবার নতুন করে তৈরি করতে হবে। উদাহরণস্বরূপ- আমাদের ব্যাংকিং সিস্টেমটাই সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। ব্যাংক থেকে ১৬ বিলিয়ন ডলার চুরি করা হয়েছে। বছরে ১৭ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করা হয়। অর্থনীতি ভেঙে পড়েছিল, আমাদের নতুন করে সেগুলো করতে হয়েছে, রিজার্ভ ছিল নিম্নমুখী।’

শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে ভারতের কাছ থেকে কোনও সাড়া মিলেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। হত্যা, গুম, নির্যাতন, কীভাবে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের গুলি করে মারা হয়েছে, সবকিছু প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। সবকিছু রেকর্ডে আছে এখন। সুতরাং আমাদের এখন কারও কাছে গিয়ে কী কী হয়েছে জানানোর প্রয়োজন নেই।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা বিশ্বের কাছ থেকে ব্যাপক সহায়তা পেয়েছি। সবাই সহায়তার আম্বাস দিয়েছেন। তারা আমাদের সঙ্গে মিলে নতুন বাংলাদেশ গড়তে চান।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়