
ড. মুহাম্মদ ইউনূস
সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট সম্মেলনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ড. ইউনূসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস উইং জানিয়েছে, এদিন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফলাসি। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশের উদ্দেশে রওনা হন।
আরো পড়ুন<<>>ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা আছে: ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টা
সফরকালে সামিটে অংশ নেয়া ছাড়াও স্বার্থ সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেন ড. ইউনূস।। উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
এর মধ্যে বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার অন্যতম। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো, চট্টগ্রাম বন্দরে আমিরাতি বিনিয়োগের সুযোগ এবং ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে সম্পর্ক জোরদার বিষয়ে আলোচনা হয়।
এর আগে বুধবার (১২ ফেব্রয়ারি) সামিট সম্মেরনে অংশ নিতে আমিরাত যান প্রধান উপদেষ্টা।
আপটন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।