Apan Desh | আপন দেশ

‘রাজনৈতিক স্বার্থে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অনেকে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

‘রাজনৈতিক স্বার্থে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অনেকে’

আব্দুল হান্নান মাসউদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ অভিযোগ করেছেন, রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে কেউ কেউ। 

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করে অনেকে তাদের স্বার্থের জন্য পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মোহাম্মদ হাসানের জানাজা ও কফিন মিছিল শেষে এ অভিযোগ করেন হান্নান মাসউদ।

রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আরও দুই হাজার মানুষ শহীদ হবো। তবু কোনোভাবে এদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত হতে দেবো না।

আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়ে ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক বলেন, হাসান হত্যায় জড়িতদের বিচারের দাবি জানান স্বজন ও শহীদ পরিবারের সদস্যরা। শহীদ পরিবারের বুকফাটা আর্তনাদের এখনও শেষ হয়নি।

তিনি আরও বলেন, জুলাই গণহত্যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পৃক্ততা আন্তর্জাতিকভাবেও প্রমাণিত হয়েছে। দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে শহীদ হন তরুণ ব্যবসায়ী মোহাম্মদ হাসান। তার সন্ধানে গত সাত মাস ধরে দুয়ারে দুয়ারে ছুটেছেন পরিবারের সদস্যরা। অবশেষে ঢাকা মেডিকেলের মর্গে সন্ধান মেলে মরদেহের। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্তের পর শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আনা হয় শহীদ হাসানের মরদেহ। সেখানেই অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়