Apan Desh | আপন দেশ

অপারেশন ডেভিল হান্টে একদিনে সারাদেশে গ্রেফতার ৫০৯ জন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৪৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

অপারেশন ডেভিল হান্টে একদিনে সারাদেশে গ্রেফতার ৫০৯ জন 

ছবি: আপন দেশ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে আরও ৫০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলায় আরও ৯৪৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫০৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৯৪৮ জন। 

এ সময় একটি করে ওয়ান শুটার গান ও একনলা বন্দুক ছাড়াও এক রাউন্ড কার্তুজ, ১০টি রামদা, ৩টি কাঠের বাটযুক্ত দা, ২টি চাইনিজ চাপাতিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটে। এর প্রতিবাদে পরদিন বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ ঘটনা পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সারাদেশে অপারেশন ডেভিল হান্টে ৫৬৬ জনকে এবং একই সঙ্গে অন্যান্য মামলার ১ হাজার ৯৯ জনকে গ্রেফতার করা হয়। 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে যতদিন প্রয়োজন হবে, ততদিন বিশেষ এ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়