
ফায়ার সার্ভিস
রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভি (ইটিভি) ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) নিচ তলায় পেয়ার রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে নিচতলা থেকে ১০ তলা পর্যন্ত পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আগুনের আতংকে অনেকে ভবনটির ছাদে আশ্রয় নিয়েছেন।
এর আগে ফায়ার রাত ৮টা ২০ মিনিটের দিকে সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার মো. শাহজাহান জনিয়েছিল, ইটিভি ভবনের নিচ তলায় থাকা পেয়ার রেস্টুরেন্টে আগুন লেগেছে।
কয়েক মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরও পড়ুন<<>>কারওয়ান বাজারে ইটিভি ভবনে আগুন
তেজগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নাজিম উদ্দিন সরকার জানান, আগুনের খবর পাওয়ার ১০ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে প্রথম ইউনিট। পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে তাদের সঙ্গে যোগ দেয়।একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, এদিন ওই রেস্টেুরেন্টটি বন্ধ ছিল। তবে এসির মেইনটেন্যান্সের কাজ চলছিল। ক্যাশ কাউন্টারের পিসি থেকে মূলত এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।