Apan Desh | আপন দেশ

সড়ক অবরোধ করে সিএনজিচালকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১০:০০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

সড়ক অবরোধ করে সিএনজিচালকদের বিক্ষোভ

ছবি: আপন দেশ

রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সিএনজি চালিত অটোরিকশাচালকরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা এ বিক্ষোভ শুরু করেন।

সিএনজিচালকরা দাবি করছেন, সরকার নির্ধারিত মিটারের ভাড়া অনুসারে চলা তাদের জন্য সম্ভব নয়। যাত্রীরা মিটারভিত্তিক ভাড়া দিতে চান না। অন্যদিকে অতিরিক্ত ভাড়া নিলে বড় অঙ্কের জরিমানা ও শাস্তির মুখে পড়তে হচ্ছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিআরটিএ পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে ৫০ হাজার টাকা জরিমানা। অনধিক ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

পত্রে বলা হয়েছে, গ্যাস বা পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা দায়ের করার জন্য অনুরোধ করা হলো।

সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী, কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যেকোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন। মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয় ঘটলে আইনের ধারা ৮১ অনুযায়ী, অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

বর্তমানে সরকার নির্ধারিত সর্বনিম্ন (প্রথম দুই কিলোমিটার) ভাড়া ৪০ টাকা। এরপর প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা ও ওয়েটিং বিল প্রতি মিনিটে দুই টাকা নির্ধারিত রয়েছে। তবে যাত্রীদের অভিযোগ, ঢাকায় ১৫০ টাকার নিচে স্বল্প দূরত্বে যাতায়াত করা সম্ভব নয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়