Apan Desh | আপন দেশ

কারো রক্তচক্ষু বা ধমকে কাজ করবেন না: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৩:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

কারো রক্তচক্ষু বা ধমকে কাজ করবেন না: প্রধান উপদেষ্টা

জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের অধীনে কোনোভাবেই রক্তচক্ষু বা ধমকের কারণে কাজ করার প্রয়োজন নেই। আইন অনুযায়ী যা দেশের জন্য উপকারী, সেটাই করতে হবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা জেলা প্রশাসকদের (ডিসি) উদ্দেশ্যে বলেন, তারা যেন নিজ নিজ জেলায় সৃজনশীল কাজের মাধ্যমে শ্রেষ্ঠ হতে চেষ্টা করেন।

তিনি আরও বলেন, পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন আর লাগবে না। এ ধরনের সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছানোর জন্য জেলা প্রশাসকদের আহবান জানান তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, পাসপোর্ট একটি নাগরিক অধিকার। এতে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন নয়। জন্ম সনদ ও এনআইডি দেয়ার সময়ও পুলিশ ভেরিফিকেশন করা হয়নি। তাই পাসপোর্টের ক্ষেত্রেও এটি প্রযোজ্য নয়।

আরও পড়ুন>>>বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলারের অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র

তিনি বলেন, আমরা আইন করে দিয়েছি। কিন্তু গ্রামে-গঞ্জে পৌঁছেনি। অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি। এ যে দূরত্ব এটা যেন না থাকে। এগুলোর কোনো কারণ নেই, বিনা কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে। হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটাকে উল্টে দিতে হবে। সরকার ভিন্ন জিনিস। আপনার অধিকার পৌঁছে দেয়াই আমাদের কাজ।

সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ের শাপলা হলে তিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার ডিসি সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে আজ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে। রাতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়