Apan Desh | আপন দেশ

গণমাধ্যমে স্বৈরাচারের পক্ষে সব বয়ান নথিভুক্ত হচ্ছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

গণমাধ্যমে স্বৈরাচারের পক্ষে সব বয়ান নথিভুক্ত হচ্ছে: প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনার শাসনামলে গণমাধ্যমে স্বৈরাচারের পক্ষে তৈরি হওয়া সব বয়ান নথিভুক্ত করা হচ্ছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

শফিকুল আলম বলেন, জুলাই আন্দোলনে অনেক সাংবাদিক শহীদ হয়েছেন। অনেকে আহত হয়েছেন। আবার কেউ ট্রমাটাইজ হয়েছেন। তবে সব বাধা উপেক্ষা করে কিছু গণমাধ্যম ভালো সাংবাদিকতা করেছে। অন্যদিকে অনেক গণমাধ্যম দালালি করেছে। শুধু জুলাই নয়, আওয়ামী লীগের পুরো শাসনামলে কিছু গণমাধ্যম স্বৈরাচারকে শক্তিশালী করেছে।

তিনি আরও বলেন, ১-৩৬ জুলাই গণমাধ্যমের ভূমিকা নথিভুক্ত করা হবে। অনেক গণমাধ্যম শিক্ষার্থীদের সন্ত্রাসী ও জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছে। এরমধ্য দিয়ে শিক্ষার্থীদের হত্যার বৈধতা দিয়েছে। ভয়াবহ সাংবাদিকতা হয়েছে। পূর্বাচলের প্লট পাওয়ার জন্য অনেক সাংবাদিক এমন ভূমিকা রেখেছে।

নতুন বাংলাদেশে দায়িত্বশীল সাংবাদিকতা চান জানিয়ে শফিকুল আলম বলেন, স্বাধীন সাংবাদিকতা তৈরি করতে হবে। যে-সব সংবাদ ক্ষমতাকেই প্রশ্ন করতে পারে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনা এলে সব পক্ষের সঙ্গেই বসা হবে বলে জানান প্রেস সচিব। 

তিনি বলেন, সাংবাদিকদের ভূমিকা নিয়ে সরকার তদন্ত করবে না। করলে অনেকে বলবে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করা হচ্ছে। বেসরকারি উদ্যোগে এ বিষয়ে গবেষণা হওয়া প্রয়োজন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়