Apan Desh | আপন দেশ

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:১২, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা

ছবি: আপন দেশ

গাজীপুরের টঙ্গীতে মাওলানা সা’দ অনুসারীদের আয়োজনে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় ৩০ মিনিট উর্দুতে মোনাজাত পরিচালনার পর ১টা ৭ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত।

মোনাজাতে আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজতের আশায় দুই হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। মোনাজাত চলাকালে আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগতীর।

কান্নাজড়িত কণ্ঠে মাওলানা ইউসুফ বিন সাদ বলেন, হে আল্লাহ, আপনি এ উম্মতকে রক্ষা করুন, আমাদের ইমানকে শক্ত করুন। আপনি আমাদের মাফ করে দিন। কোটি কোটি টাকা যেন আমাদের ইমান কেড়ে নিতে না পারে, আমাদের ইমান যেন নষ্ট না হয়—আপনি আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।

আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই তাবলিগ জামাতের মুসল্লিদের পাশাপাশি আশপাশের জেলা থেকেও বহু মানুষ ইজতেমা ময়দানে আসেন। জায়গা না পেয়ে অনেকে মাঠসংলগ্ন সড়ক, গলি ও অলিগলিতে বসে পড়েন। পুরোনো খবরের কাগজ, পাটি ও পলিথিন বিছিয়ে অবস্থান নেন তারা। এছাড়া পার্শ্ববর্তী বাড়ি, কলকারখানা, অফিস, দোকানের ছাদ, যানবাহনের ছাদ ও তুরাগ নদীতে নৌকায় বসেও মুসল্লিরা মোনাজাতে শরিক হন।

মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বিশেষ নিরাপত্তা ও নজরদারির নেন।

গতকাল শনিবার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন দেশ-বিদেশের লাখো মুসল্লির উদ্দেশে কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান করা হয়। বিশেষ করে, প্রথম দিন পবিত্র শবে বরাত হওয়ায় মুসল্লিরা সারা রাত জেগে ইবাদত-বন্দেগিতে কাটিয়েছেন।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, রোববার বাদ ফজর দিল্লির মাওলানা মোরসালিন বয়ান করেন। যার বাংলা তরজমা করেন মুফতি আজিম উদ্দিন। সকাল সাড়ে ৯টায় হেদায়াতি বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ।

ইজতেমার ময়দান কানায় কানায় পূর্ণ হয়। আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে আসেন। মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকে।

আখেরি মোনাজাতের পর মুসল্লিদের আসার সুবিধার্থে ৮ বিশেষ ট্রেন ও অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা ট্রেন ব্যতীত অন্যান্য ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়