Apan Desh | আপন দেশ

শ্রমিক ফেডারেশনের নামে বিআইডব্লিউটিএ অফিস দখলের চেষ্টা

নিজস্ব প্রতেবদক 

প্রকাশিত: ২৩:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২৩:২৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

শ্রমিক ফেডারেশনের নামে বিআইডব্লিউটিএ অফিস দখলের চেষ্টা

ছবি: সংগৃহীত

শ্রমিক লীগের নাম পাল্টে এবার শ্রমিক ফেডারেশনের নামে বিআইডব্লিউটিএ অফিস দখলের চেষ্টা করেছে একদল আওয়ামী সমর্থিত কর্মচারী। তারা স্লোগান দিতে দিতে অস্ত্রশস্ত্র নিয়ে বিআইডব্লিউটিএ'র সদস্য ড. জিয়াউল ইসলামের (পরিকল্পনা পরিচালন) রুমে ঢোকার চেষ্টা করেন। এ সময় বিআইডব্লিউটিএ'র কর্মকর্তা-কর্মচারীরা তাদের বাধা দিলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়।

এক পর্যায়ে বহিরাগতরা কাজী ওয়াকিল নেওয়াজের (পরিচালক প্রশাসন) সঙ্গেও ওদ্ধত্যপূর্ণ আচরণ করেন। অবস্থা বেগতিক দেখে কর্তৃপক্ষ মতিঝিল থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিলের বিআইডব্লিউটিএ অফিসে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিআইডব্লিউটিএ থেকে চাকরিচ্যুত ওসমান গণির নেতৃত্বে বরিশাল, খুলনা, আরিচা থেকে একদল আওয়ামী সমর্থিত কর্মচারী হাতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বিআইডব্লিউটিএ ভবনে প্রবেশ করেন। পরে তারা ড.জিয়াউল ইসলামের কক্ষে ঢোকার চেষ্টা করেন। এ সময় কর্মচারীরা বাধা দিলে বহিরাগতরা তাদের ওপর চড়াও হন। তবে তারা কি কারণে জিয়াউল ইসলামের রুমে ঢুকতে চেয়েছিলেন তা জানা যায়নি। একইভাবে পরিচালক (প্রশাসন) কাজী ওয়াকিল নেওয়াজকে অপদস্থ করেন বহিরাগতরা।

এদিকে, এ ঘটনার পর থেকে বিআইডব্লিউটিএ’র সাধারণ কর্মচারীরা ভয় ও আতঙ্কের মধ্যে রয়েছেন। এর আগেও শ্রমিক লীগের সন্ত্রাসী বাহিনী বিআইডব্লিউটিএ ভবনে ঢুকে শ্রমিক দলের সভাপতি মাজহারুল ইসলামকে মেরে ডান হাত ভেঙ্গে দেয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়ন) রেজি নং- বি- ১৩২০) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত। একইভাবে বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়ন ( রেজি নং- বি- ১৩২০) শ্রমিক লীগের অন্তর্ভুক্ত। প্রশ্ন উঠেছে, দুটো সংগঠনের রেজি নং একই নাম্বারে কিভাবে।

বিআইডব্লিউটিএ'র কর্মচারীরা জানিয়েছেন, ওসমান গণি ভয়ংকর লোক। এ সঙ্গবদ্ধ চক্র বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শ্রমিক লীগের ব্যানারে বিআইডব্লিউটিএ'তে লুটেপুটে খেয়েছেন। এখন নতুন করে শ্রমিক ফেডারেশনের ব্যানারে বিআইডব্লিউটিএ'তে ঢোকার পাঁয়তারা করছেন।

এ বিষয়ে মতিঝিল থানার ওসি জানান, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের ফোন পেয়ে আমি ও ওসি তদন্তসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে বলেও জানান তিনি

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়