
সৈয়দা মোনালিসা।
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলালীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সৈয়দা মোনালিসার বিরুদ্ধে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ তিনটি মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল। তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে নানা অনিয়ম করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।