
ছবি: আপন দেশ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, খুব শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অধিদফতর। এতে জুলাই অভ্যুত্থানের শহীদদের ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেয়া হবে। একইসঙ্গে তাদের সনদ ও পরিচয়পত্র দেয়া হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা তিনটি ক্যাটাগরিতে এককালীন অর্থসহ মাসিক ভাতা পাবেন। তিনটি ক্যাটাগরি করা হচ্ছে। ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারা এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। ‘বি’ ক্যাটাগরির যোদ্ধারা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন। আর ‘সি’ ক্যাটাগরির যোদ্ধারা পুনর্বাসন ও সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।’’
উপদেষ্টা আরও বলেন, ‘আগামী সরকারও জুলাই অভ্যুত্থানের চেতনা বহন করবে বলে আশা করছি। তাই এই স্বীকৃতি ও ভাতা কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) পুনর্গঠনের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় পরিবর্তন আনা হচ্ছে। এর আওতায় দেশের বিভিন্ন জেলায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই হবে। যাচাই শেষে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।