Apan Desh | আপন দেশ

কয়েদির স্ত্রীকে বারবার ধর্ষণ করে র‌্যাব কর্মকর্তা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:১২, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

কয়েদির স্ত্রীকে বারবার ধর্ষণ করে র‌্যাব কর্মকর্তা

অভিযুক্ত র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন।

আসামিকে ক্রসফায়ার দেয়া হবে বলে ভয় দেখানো হতো আসামির স্ত্রীকে। ক্রসফায়ার থেকে মুক্তি দেয়ার শর্ত হিসেবে সামনে প্রস্তাব রাখত শারীরিক সম্পর্কের। স্বামীকে বাঁচাতে র‌্যাব কর্মকর্তার সঙ্গে করতে হতো মিলন। 

এভাবে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে এক নারীকে ধর্ষণ করে র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন। ভুক্তভোগী নারীর স্বামী জানান, শবে কদরের রাতে রোজা ভাঙিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়। এর আগেও তিনবার তাকে একইভাবে নির্যাতন করা হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি ফেসবুক পোস্ট শেয়ার করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। আলজাজিরার সাংবাদিক মউদুদ সুজন তার পোস্টে জানান, স্বামীকে আটকে রেখে বারবার স্ত্রীকে নির্যাতন করতেন আলেপ উদ্দিন। শেষবারের ঘটনার পর মানসিক ভারসাম্য হারিয়ে কিছুদিনের মধ্যে ওই নারীর মৃত্যু হয়।

সাংবাদিক মউদুদ সুজন লিখেছেন, ধর্ষক আলেপের বিচার হওয়া উচিত। একজন বন্দির স্ত্রীকে এভাবে ট্রিট করা কতটা অমানবিক! তিনি আরও লিখেন, ভুক্তভোগীর স্বামী আলেপকে বারবার ফোন করলেও তিনি কোনো সহযোগিতা করেননি। বরং জানান, বন্দি নারী ও পুরুষদের স্ত্রীদের সঙ্গে এমন আচরণ অলিখিতভাবে স্বীকৃত!

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। মানবাধিকার সংগঠনগুলো এ অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়