Apan Desh | আপন দেশ

২৫ ডিগ্রির উপরে এসি চালাতে বললেন বিদ্যুৎ উপদেষ্টা

নিজস্ব প্রতিকবেদক

প্রকাশিত: ১৭:২৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:০৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

২৫ ডিগ্রির উপরে এসি চালাতে বললেন বিদ্যুৎ উপদেষ্টা

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

আসন্ন রমজানে বিদ্যুৎ সংকট মোকাবেলায় এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না চালানোর পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সচিবালয়, অফিস, ব্যাংক, বাসাবাড়ি ও মসজিদে এসিরে তাপমাত্র ২৫ ডিগ্রির নিচে নামালো হলে সে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও জানান তিনি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলোতায়নে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে একটি অধিবেশনের শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিদ্যুৎ উপদেষ্টা।

মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, বিষয়টি পর্যবেক্ষণে সার্বক্ষণিক কাজ করবে বিদ্যুৎ বিভাগের একটি নির্দিষ্ট টিম। কোথাও এ নির্দেশের ব্যতয় হলে সে এলাকায় লোডশেডিং করা হবে।

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, শীতকালে বিদ্যুতের চাহিদা থাকে ৯ হাজার মেগাওয়াট। কিন্তু গরমের সময় তা বেড়ে ১৭-১৮ হাজার মেগাওয়াটে দাঁড়ায়। গরমে বিদ্যুতের ব্যবহার বেশি হয় দুটি কারণে। এর একটি এসির ব্যবহার ও অন্যটি বৈদ্যুতিক সেচ। 

তবে সেচ যেহেতু খাদ্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট, তাই এটিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে মন্তব্য করে এ উপদেষ্টা বলেন, এসি ব্যবহারে পরিমিত হলে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়।

সভাশেষে বিদ্যুৎ উপদেষ্টা বলেন, রোজার মাস লোডশেডিং মুক্ত রাখার পরিকল্পনা নেয়া হয়েছে। টেকনিক্যাল কারণ ছাড়া লোডশেডিং যাতে না হয় সে জন্য নির্দেশনা দেয়া হয়েছে। রোজায় ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুতে চাহিদা থাকবে। আমরা পুরোপুরি সরবরাহের প্রস্তুতি নিয়েছি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়